জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলি
জাতীয় সংসদের গঠন ক্ষমতা ও কার্যাবলি আইন সভা কি এ সম্পর্কে বলতে পারবেন। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন বর্ণনা করতে পারবেন। জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করতে পারবেন।
বাংলাদেশের আইন সভা: জাতীয় সংসদ
১৯৭২ সালের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটি এককক্ষ বিশিষ্ট আইন সভা গঠনের সুপারিশ করা হয়। এই আইন সভার নামকরণ করা হয় জাতীয় সংসদ। সংবিধানে উল্লেখ করা হয় যে, জাতীয় সংসদের সদর দফতর থাকবে রাজধানী ঢাকায়।
১৯৭২ সালের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থায় পরিণত করা হয়। জাতীয় সংসদ মূলতঃ নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী ছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় শাসন ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা হয়। অতঃপর ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে পুনরায় সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়।
আরো পড়ুন: বঙ্গভঙ্গ আন্দোলন বঙ্গভঙ্গ: কারণ ও ফলাফল
জাতীয় সংসদের গঠন
সাংবিধানিক বিধান অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদ ৩৩০ জন সদস্যের সমন্বয়ে গঠিত হবে। এর মধ্যে ৩০০টি আসনে সদস্যগণ সাধারণ নির্বাচনী এলাকা থেকে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। চতুর্দশ সংবিধান সংশোধন বিল পাস করে জাতীয় সংসদের আসন সংখ্যা ৩০০ থেকে বৃদ্ধি করে ৩৪৫-এ বৃদ্ধি করা হয়েছে। যার মধ্যে ৪৫টি আসন হবে সংরক্ষিত মহিলা আসন। এই ৪৫টি বর্ধিত আসনে মনোনীত নারী প্রার্থীদের মধ্যে বন্টন করা হবে। সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর আওতায় সাধারণ আসনের সংখ্যানুপাতে নারী আসনগুলো ভাগ করা হবে। তবে নহিনাশণ পাধারণ নির্বাচনী এলাকা থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সংরক্ষিত আসনের সদস্যগণ পরোক্ষভাবে সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। এ বিধান সংবিধানের স্থায়ী কোন বিধান নয়।
সংসদের কার্যকাল ৫ বছসর। তবে এ কার্যকালের পূর্বেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রির পরামর্শে সংসদ ভেঙ্গে দিতে পারেন। দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের পর জাতীয় সংসদে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের মধ্য থেকে সংসদ সদস্যগণ একজন স্পীকার ও একজন ডেপুটি স্পীকার নির্বাচিত করবেন। স্পীকার জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। তিনি হবেন একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব। তিনি সংসদের কোন কার্যকলাপের সাথে জড়িত হবেন না। তবে তিনি সংসদের কার্যপ্রণালির ব্যাখ্যা করবেন এবং নিয়ম-শৃঙ্খলা রাখার প্রয়োজনে রুলিং প্রদান করবেন। রাষ্ট্রপতির পদ যদি কোন কারণে শূন্য হয় কিংবা তিনি যদি অসুস্থতার জন্য কার্য সম্পাদনে অপারগ হন তবে সাময়িকভাবে স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
প্রধানমন্ত্রির পরামর্শক্রমে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভেঙে দিতে পারবেন। সংসদে উপস্থিত ও ভোটদানকারী সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে জাতীয় সংসদের সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি
১৯৭২ সালের সংবিধান অনুসারে জাতীয় সংসদকে একটি সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থায় পরিণত করা হয়। পরবর্তিতে বহু পরিবর্তন ও সংশোধনীর পর ১৯৯১ সালে প্রণীত দ্বাদশ সংশোধন আইনের মাধ্যমে বাংলাদেশে আবারো প্রবর্তিত হয়েছে সংসদীয় সরকার। ফলে সংসদের ক্ষমতা ও কার্যাবলির ক্ষেত্রেও সংযোজিত হয়েছে নতুন মাত্রা।
জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলিকে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে।
(১) আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত। সংবিধানের বিধান অনুযায়ী সংসদ যে কোন নতুন আইন প্রণয়ন এবং প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারবে। সংসদ আইন প্রণয়নের মাধ্যমে কোন সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ প্রদান, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা দান করতে পারবেন।। সংসদ কর্তৃক গৃহীত বিল রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করলে তিনি ১৫ দিনের মধ্যে উক্ত বিলে সম্মতি দেবেন নতুবা পুনঃবিবেচনার জন্য সংসদে ফেরত পাঠাবেন। এই দুটির কোনটি না করলে এবং ১৫ দিন অতিবাহিত হলে ধরে নেওয়া হবে যে, রাষ্ট্রপতি বিলে সম্মতি দিয়েছেন। সংসদে ফেরত পাঠানো বিল পুনরায় পাস করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পেশ করলে তিনি ৭ দিনের মধ্যে বিলে সম্মতি দেবেন। ৭ দিনের মধ্যে সম্মতি দিতে অসমর্থ হলে ধরে নেওয়া হবে যে, রাষ্ট্রপতি বিলে সম্মতি দিয়েছেন। এর অর্থ, জাতীয় সংসদ আইন প্রণয়নের ব্যাপারে চূড়ান্ত ক্ষমতার অধিকারী।
(২) অর্থ সংক্রান্ত ক্ষমতা
জাতীয় সংসদ জাতীয় তহবিলের অভিভাবক। সংসদের অনুমতি ও কর্তৃত্ব ব্যতীত কোন প্রকার কর আরোপ বা সংগ্রহ করা যাবে না। প্রত্যেক অর্থ বছরের শুরুতে সরকার আয় ব্যয়ের আনুমানিক হিসাবের খসড়া বা বাজেট সংসদে উপস্থাপন করবেন। সংসদে আলোচনার পর সরকার তা গ্রহণ করবেন।
(৩) শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ
জাতীয় সংসদ সার্বভৌম আইন পরিষদ। সংসদীয় ব্যবস্থায় আইন সভার প্রাধান্য সবর্ত্র স্বীকৃত। বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রি ও তাঁর মন্ত্রিসভা সর্বতোভাবে জাতীয় সংসদের নিকট দায়ী ও জবাবদিহি করতে বাধ্য। নির্বাহীর দায়িত্বশীলতা অর্জনের জন্যে সংসদে প্রশ্নোত্তর পর্ব মূলতবী প্রস্তাব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, প্রধানমন্ত্রির প্রশ্নোত্তর পর্ব ও কমিটি ব্যবস্থা ক্রিয়াশীল থাকে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হবেন প্রধানমন্ত্রি। প্রধানমন্ত্রির পরামর্শক্রমে রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রি, প্রতিমন্ত্রি ও উপমন্ত্রিদের নিয়োগ করবেন। সংসদের অনাস্থা পেলে প্রধানমন্ত্রি ও তাঁর মন্ত্রিসভা পদত্যাগ করবেন।
আরো পড়ুন: বঙ্গভঙ্গ রদ আন্দোলন ও তার প্রতিক্রিয়া
(৪) বিচার সংক্রান্ত ক্ষমতা
সাংবিধানিক ক্ষমতা বলে জাতীয় সংসদ তার সদস্যদের আচরণের বিচার করতে পারবেন। এরূপ ক্ষেত্রে কোন সদস্যের অসদাচরণের জন্য তাঁকে সংসদ কক্ষ হতে বের করে দিতে এবং ভবিষ্যতে অনুরূপ আচরণ না করার জন্য সতর্ক করে দিতে পারবেন।
জাতীয় সংসদ রাষ্ট্রপতির আচরণের বিচার করে তাঁকে অভিশংসন করতে পারবেন। অর্থাৎ সংবিধান লঙ্গন, গুরুতর অপরাধ, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার কারণে সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। একই সাথে সংখ্যাগরিষ্ঠ ভোটে কোন অপরাধের কারণে স্পীকার, ডেপুটি স্পীকার ও ন্যায়পালকেও অপসারণ করতে পারবে।
(৫) নির্বাচন সংক্রান্ত ক্ষমতা
জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ক্ষমতার অধিকারী। সংসদীয় ব্যবস্থায় এই ক্ষমতা আরও বেশী। রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, স্পীকার, ডেপুটি স্পীকার, ন্যায়পাল প্রভৃতি গুরুত্বপূর্ণ পদের নির্বাচনী ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। এ ছাড়া সংসদের কার্যাদি সুষ্ঠভাবে সম্পাদনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। এ সব কমিটির সদস্যবৃন্দ সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
(৬) সংবিধানের সংরক্ষণ ও সংশোধন সংক্রান্ত কাজ
জাতীয় সংসদ সংবিধানের রক্ষক ও আমানতদার। সংবিধানের যে কোন প্রকার লংঘন সংসদের আমানতদারীর উপর হস্তক্ষেপের সমান, তাই সংসদ সর্বপ্রকার সংবিধানের প্রাধান্য বজায় রাখবার ব্যাপারে সদা সচেতন।
জাতীয় সংসদ সংবিধানের কার্যকারিতা ও উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমাজের চাহিদা ও আশা-আকাঙ্খার দিকে দৃষ্টি রেখে সংবিধান সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন। সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে সংবিধানের যে কোন বিধান সংশোধন বা বিলোপ সাধন করতে পারবেন।
(৭) বিবিধ ক্ষমতা
জাতীয় সংসদ সুপ্রীম কোর্ট ব্যতিত অন্যান্য অধঃস্তন আদালত প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারে। যুদ্ধ ঘোষণা ও আর্ন্তজাতিক চুক্তি অনুমোদন করবার ক্ষমতা সংসদের হাতে ন্যাস্ত। স্থানীয় শাসন সংক্রান্ত বিধি ও প্রবিধি প্রণয়ন করা সংসদের এখতিয়ারভুক্ত। প্রতিরক্ষা ও শৃংখলা বিভাগে লোক নিয়োগ ও ব্যবস্থাপনা সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবেন।
সারকথা
সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ আইনসভা রাষ্ট্রের যাবতীয় আইন প্রণয়ণকারী পরিষদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। সরকারি দল ও বেসরকারি দলের সমন্বয়ে জাতীয় সংসদ ৩৪৫ জন প্রতিনিধিদের নিয়ে গঠিত। এর সভাপতি স্পীকার। সুস্পষ্ট আইন প্রণয়ন পদ্ধতির মাধ্যমে সংসদ সদস্যরা আইন রচনা করেন। সকল আইনই প্রথমে বিল বা খসড়া প্রস্তাব আকারে সংসদের অধিবেশনে উপস্থাপিত হয়। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গে দিতে পারেন। সংসদের আয়ুষ্কাল ৫ বছর।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url