আখিরাতে কল্যাণ লাভ সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত

 আজ এই আর্টিকেলটিতে আখরাতের কল্যান, অপ্রকাশ্যে সকল কিছুর কল্যাণ লাভ, কল্যাণের জন্য প্রার্থনা, অকল্যাণের জন্য আশ্রয়, হেদায়েত লাভ এবং শিরক থেকে বাঁচার দোয়া ও অর্থসহ বিস্তারিত আলোচনা করা হলো


১। আখিরাতে কল্যাণ লাভের জন্য দোয়া 

 উচ্চারণঃ রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযা'বা নার।

অর্থঃ হে আমাদের রব! এই দুনিয়ায়তে তুমি আমাদের কল্যাণ দান করো এবং পরকালেও তুমি আমাদের কল্যাণ দান করো। সর্বোপরি তুমি আমাদেরকে দোযখের শাস্তি থেকে রক্ষা করো (সূরা বাকারা ২০১)


২। অপ্রকাশ্য সকল কিছুর কল্যাণ লাভের জন্য দোয়া

উচ্চারণ ঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খয়রা মা-তি ওয়া খয়রামা আফআ'লু ওয়া  খয়রমা আ'মালু খয়রমা বাত্বনা, ওয়া  খয়রমা জাহারা,  ওয়াদ্দারা জ্বাতিল ঊলা মিনাল জ্বান্নাতি আমীন।

অর্থ ঃ হে আল্লাহ! আমি যা উপস্থিত করছি, কর্ম করছি ও আমল করছি এবং এসবের উত্তম প্রতিদান অর্জনের জন্য তোমার কাছে মোনাজাত করছি। আর প্রকাশ্য ও অপ্রকাশ্য সবকিছুর কল্যাণ সহ জান্নাতের সুউচ্চ মর্যাদা তোমার কাছে চাই। আমীন! 

(মুস্তাদরাক হাকীম ১৮৬৭)

আরো পড়ুন ঃ নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ও আরো বিস্তারিত

৩। কল্যাণের জন্য প্রার্থনা ও অকল্যাণ থেকে আশ্রয় চেয়ে দোয়া

উচ্চারণ ঃ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন কুল্লি খইরিন খযাইনাহু বিইয়াদিকা ওয়া আ'উযুবিকা মিন কুল্লি শাররি।

অর্থ ঃ হে আল্লাহ! আমি তোমার কাছে  ঐ সব কল্যাণের প্রার্থনা করছি, যেসব কল্যাণ তোমার হাতে রয়েছে। সেসব ও অকল্যাণ থেকে তোমার কাছে আশ্রয় চাই, যা তোমার হাতে রয়েছে। 

(সহীহ আল-জামিউস ছগীরঃ ২১৪০)

আরো পড়ুন ঃ গোসলের ফরজ ও সুন্নত কয়টি কি কি বিস্তারিত পড়ুন

৪। হেদায়েত লাভের দোয়া

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আসসালুকা হুদা ওয়াততুক্বা ওয়ালা আ'ফাফা ওয়ালগিনা।

অর্থ ঃ হে আল্লাহ! আমি আপনার কাছে হেদায়েত, পরহেজগারিতা, ক্ষমা ও অমুখাপেক্ষিতা প্রার্থনা করছি। (তিরমিযীঃ ৩৪৮৯, ইবনে মাজাহঃ ২১৪০)

আরো পড়ুন ঃ জানাযার নামাযের নিয়ম, নিয়ত ও দোয়া সম্পর্কে বিস্তারিত জানুন

৫। শিরক থেকে বাঁচার দোয়া

উচ্চারণ ঃ আল্লা-হুম্মা ইন্নী আউ'যুবিকা  আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু  ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ' লামু।

অর্থ ঃ হে আল্লাহ! আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর অজানা অবস্থায় (শিরক) হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি।  (আহম্মদঃ ৪/৪০৩)

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url