সূরা ফাতিহা ও ছোট ১০ টি সূরা সমূহ বাংলা উচ্চারণ অর্সথহ

 

সুরা ফাতিহা  ও অন্যান্য কিছু ছোট সূরা সমূহ এবং তার অর্থসহ বিস্তারিত আলোচনা করা হলোঃ


সূরা- আল ফাতিহা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ আলহামদু লিল্লাহি রাব্বিল আলা'মিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াওমিদ্দীন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাসতাঈন। ইহদিনাস  সিরাতাল মুসতাক্বীম। সিরাতাল লাযীনা আন্আমতা আলাইহিম। গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দললীন।

অর্থঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

১। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক আল্লাহরই।
২। যিনি দয়াময় পরম দয়ালু।
৩। যিনি বিচার দিনের মালিক।
৪। আমরা তোমারই এবাদত করি এবং তোমারই সাহায্য চাই।
৫। আমাদেরকে সরল পথ প্রদর্শন করো।
৬। তাঁদেরই পথে যাদের তুমি অনুগ্রহ করেছ।
৭। তাদের পথে না যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট।

আরো পড়ুন ঃ নামাজের ফরজ ওয়াজিব সুন্নত ও আরো বিস্তারিত

সূরা- ফীল

                                                            বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ আলাম তারা কাইফা ফা' আলা রাব্বুকা বিআস্বহা-বিল্ ফীল। আলামইয়াজ্ব 'আল কাইদাহুম ফী ত্বাদ্বলীল । ওয়া আরসালা আলাইহিম ত্বাইরান  আবা'বীল। তারমীহিম বিহীজ্বা-রাতিম মিন সিজ্বজ্বীল। ফাজ্বা' আলাহুম কআ'আস্ব্ফিম্ মা'কুল।

অর্থঃ 

১। আপনি কি দেখেননি আপনার রব হস্তী বাহিনীর প্রতি কি করেছেন? 

২। তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? 

৩। তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে  পাখি প্রেরণ করেন। 

৪। যারা তাদের উপর প্রস্তর- কঙ্কর নিক্ষেপ করে। 

৫। এরপর তিনি তাদেরকে (পশুর) ভক্ষিত তৃণসদৃশ্য করে দেন।

সূরা- ক্বোরাইশ

                                                বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা উচ্চারণঃ  লিইলা-ফি ক্বরাইশিন। ঈলা -ফিহিম রিহলাতাশ শইতআ-ই ওয়াস্বস্বাঈফ। ফালইয়া'বুদু  রাব্বা হা-যাল বাইত। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইও ওয়া আ-মানাহুম মিন খাওফ।

অর্থঃ 

১। যেহেতু করায়শের আসক্তি আছে।

২। আসক্তি আছে তাদের শীত ও গ্রীষ্মে সফরের।

৩। অতএব, তারা যেন ইবাদত করে উচ্চএই ঘরের মালিকের।

৪। যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপদ রেখেছেন।


সূরা- মা-ঊন

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ আরাআইতাল লাযী ইউকাযযিবু  বিদ্দীন। ফাযা-লিকাল  লাযী ইয়াদ'য়্যুল ইয়াতীম। ওয়লা-ইয়াহুদ্বদ্বু 'আলা-ত্বা'আ-মিল মিসকীন। ফাওয়াইলুল লিল মুস্বাল্লীন। আললাযীনা হুম আন স্বালা-তিহিম সা-হূন। আল্লাযীনা হুম ইউরা-ঊনা। ওয়া ইয়ামনা'ঊনাল মা-'ঊন।

অর্থঃ
১। আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে।
২। সে সেই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয়।
৩। এবং অভাব গ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না।
৪। অতঃপর ঐ নামাযীদের জন্য ধ্বংস।
৫। যারা তাদের নামাজের ব্যাপারে অবহেলা করে।
৬। যারা লোক দেখানোর জন্য করে।
৭। আর সাধারণ ব্যবহারের জিনিসও অন্যকে দেয় না।

সূরা- কাউসার

                                                    বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ ইন্না আ'ত্বাইনা -কাল কাওসার। ফাস্বাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শা- নিআকা হুওয়াল আবতার।

অর্থঃ 

১। (হে রাসূল) নিশ্চয়ই আমি আপনাকে কাওসার দান করেছি। 

২। সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানী করুন। 

৩। নিশ্চয় আপনার শত্রু, সে-ই লেজকাটা নির্বংশ।

সূরা- কা-ফিরূন 

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ কুল ইয়া~ আইয়্যুহাল কা-ফিরূন। লা~আ'বুদু মা-তা'বুদুন । ওয়ালা~ আনতুম আ-বিদূনা মা-~আ'বুদ । ওয়ালা~ আনা 'আ-বিদুম মা- আবাততুম। ওয়ালা- আনতুম 'আ-বিদূনা মা- আ'বুদ। লাকুম দীনুকুম ওয়া লিয়া দীন।

অর্থঃ 

১। (হে রাসুল!) আপনি বলে দিন, হে কাফিরেরা।

২। আমি তার ইবাদত করিনা তোমরা যার এবাদত করো।

৩। আর তোমরা তাঁর ইবাদতকারী নও আমি যাঁর এবাদত করি।

৪। এবং আমি ইবাদতকারী নই তোমরা যার ইবাদত করো।

৫। আর তোমরাও তাঁর ইবাদতকারী নও আমি যাঁর ইবাদত করি।

৬। তোমাদের জন্য তোমাদের দীন, আর আমার জন্য আমার দীন।

সূরা- নাছর

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ ইযা- জ্বা- নাস্বরুল্লা-হি ওয়াল ফাতহু। ওয়া রাআইতান  না-সা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া -জ্বা-। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াসতাগফিরহু; ইন্নআহঊ কা-না তাওয়্যা-বা -।

অর্থঃ

১। যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়।

২। এবং (হে রাসুল;) যখন আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন।

৩। তখন আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করুন তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী।

আরো পড়ুন ঃ জানাযার নামাযের নিয়ম, নিয়ত ও দোয়া সম্পর্কে বিস্তারিত জানুন

সূরা আল লাহাব

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ তাব্বাত ইয়াদা~ আবু লাহাবিওঁ ওয়া তাব্বা। মা~আগনা-আনহু মা-লুহূ ওয়ামা- কাসাব। সাইয়াস্বলা -না-রান যা-তা লাহাবিওঁ। ওয়ামরাআতুহূ হাম্মা- লাতাল হাত্বাব।  ফী জ্বীদিহা -হাবলুম মিম মাসাদ।

অর্থঃ

১। ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ধ্বংস হোক সে নিজেও।

২। কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে।

৩। অচিরেই সে প্রবেশ করবে লিলিহান অগ্নিতে।

৪। এবং তার স্ত্রীও যে ইন্ধন করে।

৫। তার গলদেশে খর্জুরের রশি নিয়ে।

সূরা আল ইখলাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম
বাংলা উচ্চারণঃ কুল হুওয়াল্লা-হু আহাদ । আল্লা-হুস্ব স্বামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল লাহূ কুফুওয়ান আহাদ।

অর্থঃ 
১। (হে রাসুল!) আপনি বলে দিন, তিনি আল্লাহ, (যিনি) একক।
২। আল্লাহ অমুখাপেক্ষী।
৩। তুমি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয়নি।
৪। এবং কেউ তার সমতুল্য নেই।

সূরা আল ফালাক

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ কুল আউযু বিরাব্বিল্ ফালাক্ব। মিন্ শাররি মা খালাক্ব।  ওয়া মিন্ শাররি গাছিক্বিন ইযা ওয়াক্বাব।  ওয়া মিন শাররি্ন নাফ্ফাসাতি ফিল্ উক্বাদ। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ্।

 অর্থঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

১। (হে মোহাম্মদ) আপনি বলুন, আমি ঊষার প্রভুর আশ্রয় চাচ্ছি।

২। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে।

৩। এবং আঁধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয়।

৪। এবং অনিষ্ট হতে ঐ সকল নারীদের, যারা গ্রন্থিতে ফুৎকার দেয়।

৫। এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে।

সূরা আল নাস

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাংলা উচ্চারণঃ কুল আউযু বিরাব্বিন্ নাস। মালিকিন্ নাস। ইলাহিন্ নাস। মিন্ শাররিল্ ওয়াস্ওয়াসিল্ খান্নাস। আল্লাযী ইউওয়াসয়িসু ফী সুদূরিন নাস। মিনাল জিন্নাতি ওয়ান্ নাস।

অর্থঃ দয়াময়, পরম দয়ালু আল্লাহর নামে।

১। (হে মোহাম্মদ) আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের কাছে।

২। মানুষের অধিপতির কাছে।

৩। মানুষের ইলাহের কাছে।

৪। পলায়ন শয়তানের কুমন্ত্রণার অনিষ্ট হতে।

৫। যে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।

৬। জিনের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

আল্লাহ হাফেজ***

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url