মানুষের প্রধান প্রধান হরমোন জনিত রোগের লক্ষণ সমূহ

আজ এই আর্টিকেলটিতে মানুষের প্রধান প্রধান হরমোন জনিত রোগ সমূহের লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 


 ১। ডায়াবেটিস মেলাইটাস

* ঘন ঘন প্রস্রাব হওয়া।

* খুব বেশী পিপাসা লাগা।

* বেশী ক্ষুধা লাগ্য।

* ওজন কমে যাওয়া।

* ক্লান্তি ও দূর্বলতা বোধ করা।

* ক্ষত শুকাতে বিলম্ব হওয়া।

২। হাইপার থাইরয়েডিজম

* ওজন কমে যাওয়া।

* গলার সম্মুখভাগ ফোলা।

* চোখ বের হয়ে আসা।

* বুক ধরফর করা।

* শরীর হাত অত্যাধিক ঘামানো।

* দূর্বলতা।

* অধিক গরম লাগা ও ঘাম হওয়া।

* মাসিকের সমস্যা।

আরো পড়ুন: উহুদের দিন রাসুলের পরামর্শ সর্ম্পকে আলোচনা

৩। হাইপোথাইরয়েডিজম

* অত্যাধিক মোটা হওয়া

* অস্বাভাবিক শীত শীত লাগা।

* ঘুম বেশী হওয়া।

* কোষ্ট-কাঠিন্য।

* পা ফোলা।

* মাসিকের সমস্যা।

* বন্ধাত্ব।

৪। ওবেসিটি

* অধিক ওজন বৃদ্ধি পাওয়া।

* গীড়াতে ব্যথা।

* মাসিকের সমস্যা।

* বন্ধাত্ব।

* অবাঞ্চিত লোম।

৫। ইনফারটিলিটি

* পুরুষদের অক্ষমতা।

* মহিলাদের বাচ্চা না হওয়া।

৬। হারছিউটিজম

* মহিলাদের অবাঞ্চিত লোম।

৭। প্রিমেটিউর ওভারিয়ান ফেইলর

* ৩৫ বছর হওয়ার পূর্বে মাসিক বন্ধ হওয়া।

* বুক ধরফর।

* অধিক গরম।

* প্রস্রাবে যন্ত্রনা এবং ঘন ঘন প্রস্রাব হওয়া।

* অনিদ্রা।

* মানসিক সমস্যা।

৮। এমিনোরিয়া

* মাসিক বন্ধ থাকা।

৯। মেনোরেজিয়া

* মাসিক অধিক সময় স্থায়ী থাকা।

১০। অধিক খাটো
১১। অধিক লম্বা
১২। প্রলেক্টিনোমা

* স্তন দিয়ে অস্বাভাবিক নিঃসরণ।

* মাথা ব্যাথা।

* মাসিকের সমস্যা।

* বন্ধ্যাত্ব 

আরো পড়ুন: ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচন ও তার ফলাফল

১৩। প্রাইমারী পলিডিন্সিয়া

* অত্যাধিক তৃষ্ণা।

* অত্যাধিক পানি পান।

অত্যাধিক প্রস্রাব।।

১৪। গয়টার

*পলার সম্মুখভাগ ফোলা।

১৫। কুসিংস সিনড্রোম

* মুখ ফোলা।

* ওজন বৃদ্ধি।

* পেটে কিংবা শরীরের বিভিন্ন স্থানে ফাটা দাগ।

* রক্তচাপ বৃদ্ধি।

* ডায়াবেটিস।

* অবাঞ্চিত লোম।

১৬। এডিসনস ডিজিজ

* ওজন কমে যাওয়া।

* দুর্বলতা।

* বমি, ক্ষুধা মন্দা।

* শরীরে বিভিন্ন অংশ কালো হয়ে যাওয়া।

* রক্তচাপ কমে যাওয়া

* মাথা ঘুরানো।

১৭। ফিওক্রোমোছাইটোমা

* হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া।

* মাথা ব্যাথা।

* বুক ধরফর।

* অত্যাধিক ঘাম।

* চিন্তাযুক্ত হওয়া।

* হাত কাঁপা।

* ওজন কমা।

* দূর্বলতা।

১৮। ডিলেইড পিউবারটি

* শারীরিক বৃদ্ধি ও উন্নত সময়মত না হওয়া।

* ছেলেদের ক্ষেত্রে ১৬ বছর পর্যন্ত।

* মেয়েদের ক্ষেত্রে ১৬ বছর পর্যন্ত।

১৯। গাইনোকোমাসিয়া

* পুরুষ গুনের অস্বাভাবাকি বৃদ্ধি।

২০। এমবিগিউয়াছ জেনিটালিয়া

* জননাঙ্গের অস্বাভাবিক অবস্থা।

২১। মাইক্রোফ্যালাস

* তুলনামূলকভাবে ছোট পুরুষাঙ্গ।

২২। সেক্সুয়াল ডিসফাংশন

* দ্রুত বির্যপাত। 

* যৌনক্ষমতা হ্রাস।

২৩। টারনার সিনড্রোম

* খাটো মেয়ে।

* খাটো গলা।

* হাতের ছোট আঙ্গুল।

* ছোট মুখ।

* সময়মত মাসিক শুরু না হওয়া।

* স্তনের বৃদ্ধি না হওয়া।

আপনাদের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। ধন্যবাদ*

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url