শিশুদের ছোট ছোট ২০টি ছড়ার মেলা

 আজ এই আর্টিকেলটিতে ছোট শিশুদের বাংলা মজার মজার ছোট ছোট ২০টি ছড়া লিপিবদ্ধ করা হয়েছে। আশা করি ছোট শিশুরা এই সকল ছড়া গুলো পড়ে অনেক আনন্দ ও মজা পাবে।



প্রভাতী 

কাজী নজরুল ইসলাম 

ভোর হলো দোর খোল

খুকুমণি ওঠরে 

ঐ ডাকে জুঁই শাখে 

ফুল খুকি ছোটরে।


বাক বাকুম পায়রা 

রোকনুজ্জামান খান 

বাক বাকুম পায়রা 

মাথায় দিয়ে টায়রা, 

বউ সাজবে কাল কি? 

চরবে সোনার পালকি!


ইতল বিতল 

সুফিয়া কামাল 

ইতল বিতল গাছের পাতা 

গাছের তলায় ব্যাঙের ছাতা, 

বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা 

ডোবায় ডুবে ব্যাঙের মাথা।


শিশুর পণ 

গোলাম মোস্তফা 

এই করিনু  পণ মোরা 

এই করিনু  পণ,

ফুলের মত গড়বো মোরা 

মোদের এ জীবন।

আরো পড়ুন ঃ তৃতীয় শ্রেণীর বাংলা কবিতা সমূহ

মা 

কাজী কাদের নেওয়াজ 

মা কথাটি ছোট্ট অতি 

কিন্তু জেনো ভাই,

ইহার চেয়ে নাম যে মধুর 

ত্রিভুবনে নাই।

চাঁদ উঠেছে 

চাঁদ উঠেছে ফুল ফুটেছে 

কদম তলায় কে?

হাতি নাচছে ঘোড়ার নাচছে 

সোনামনির বিয়ে।

আতাই পাতাই

সুনির্মল বসু

আতাই পাতাই দুইটি বুড়ো 

দেখতে পেলো পাহাড় চুড়ো,

তরতরিয়ে উঠতে গিয়ে 

পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো।

কাজের লোক 

নবকৃষ্ণ ভট্টাচার্য 

মৌমাছি, মৌমাছি 

কোথায় যাও নাচি নাচি, 

দাঁড়াও না একবার ভাই। 

ওই ফুল ফুটে বনে 

যাই মধু আহরণে, 

দাঁড়াবার সময় তো নাই।

আমার পণ 

মদনমোহন তর্কালঙ্কার 

সকালে উঠিয়া আমি 

মনে মনে বলি 

সারাদিন আমি যেন 

ভালো হয়ে চলি।

আদেশ করেন যাহা 

মোর গুরুজনে 

আমি যেন সেই কাজ 

করি ভাল মনে।

আমাদের দেশ 

আ. ন. ম. বজলুর রশীদ 

আমার দেশ তারে 

কত ভালোবাসি, 

সবুজ ঘাসের বুকে 

শেফালীর হাসি।

মাঠে মাঠে চরে গরু 

নদী বয়ে যায়,

 জেলে ভাই ধরে মাছ 

মেঘের ছায়ায়।

আতা গাছে 

আতা গাছে তোতা পাখি 

ডালিম গাছে মউ 

এত ডাকি তবু কথা 

কওনা কেন বউ।

চাঁদ মামা 

আয় আয় চাঁদ মামা 

টিপ দিয়ে যা,

 চাঁদের কপালে চাঁদ 

টিপ দিয়ে যা।

শীতের পিঠা 

শীতের  পিঠা খেতে আমি 

মামার বাড়ি যাই, 

যত খুশি খাবো আমি 

মজা যদি পাই।

আরো পড়ুন ঃ পুরানো দিনের কবিতা সমূহ 

ডাক পাড়ি

খোকন খোকন ডাক পাড়ি 

খোকন মোদের কার বাড়ি?

 আয়রে খোকন ঘরে আয়, 

দুধ মাখাভাত কা'কে খায়।

ঘুম পাড়ানি 

ঘুম পাড়ানি মাসি পিসি 

মোদের বাড়ি যেও,

বাটা ভরা পান দেব 

গাল ভরে খেও। 


ব্যাঙের বাসা 

তাঁতির বাড়ি ব্যাঙের বাসা 

কোলা ব্যাঙের ছা,

 খায় দায় গান গায় 

তাই রে নাই রে না।

এমন যদি হত

 সুকুমার বড়ুয়া

এমন যদি হত--

 ইচ্ছে হলেই আমি হতাম 

প্রজাপতির মত,

নানান রঙের ফুলের পরে 

বসে যেতাম চুপটি করে 

খেয়াল মত নানান ফুলের 

সুবাহ নিতাম কত।

আরো পড়ুন ঃ কিয়ামতের ১৩১টি আলামত সম্পর্কে বিস্তারিত

আয়রে আয় টিয়ে 

রবীন্দ্রনাথ ঠাকুর 

আয়রে আয় টিয়ে 

নায়ে ভরা দিয়ে,

 না' নিয়ে গেল বোয়াল মাছে 

তাই না দেখে ভোঁদড় নাচে;

 ওরে ভোঁদর ফিরে চা,

 খোকার নাচন দেখে যা।

প্রভাত 

পাখি সব করে রব 

রাতি পোহাইল,

 কাননে কুসুম কলি 

সকলে ফুটিল। 

রাখাল গরুর পাল 

লয়ে যায় মাঠে। 

শিশুগণ  দেয় মন

 নিজ নিজ পাঠে।

মামার বাড়ি 

জসীমউদ্দীন

আয় ছেলেরা, আয় মেয়েরা 

ফুল তুলিতে যাই,

 ফুলের মালা গলায় দিয়ে 

মামার বাড়ি যাই।

 ঝড়ের দিনে মামার দেশে 

আম কুড়াতে সুখ,

 পাকা জামের মধু রসে

 রঙ্গিন করি মুখ।

বিঃদ্রঃ এই ছড়া গুলো যদি আপনাদের পড়ে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ**


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url