বিপদ আপদ থেকে রক্ষা সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত

 আজ এই আর্টিকেলটিতে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া, বিপদে পতিত ব্যক্তির জন্য দোয়া, কোন লোক বিপদের সম্মুখীন হলে তার জন্য দোয়া এবং কোন ব্যক্তিকে বিপদগ্রস্ত দেখলে যে দোয়া পড়তে তার বিস্তারিত আলোচনা করা হলো ঃ


আরো পড়ুনঃ আখিরাতে কল্যাণ লাভ সম্পর্কিত দোয়া অর্থসহ বিস্তারিত

  • বিপদ থেকে মুক্তির জন্য দোয়া

উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায য-লিমীন।

অর্থঃ (হে আল্লাহ!) তুমি ব্যতীত কোন ইলাহ (সাহায্যকারী) নেই, তুমি পবিত্র, আমি তো সীমালঙ্নঘকারী

 (সূরা আম্বিয়া ৮৭)

উচ্চারণঃ ফাসতাজাবনা লাহু ওয়া নাজজাইনা-হু মিনাল গামমি;  ওয়া কাযা নুনযিল মু'মিনীন।

অর্থঃ অতঃপর আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে (তার মানসিক) দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম আর এভাবেই আমি আমার মুমিন বান্দাদের সব সময় উদ্ধার করি 

(সূরা আম্বিয়া ৮৮)

উচ্চারণঃ রব্বি আন্নী মাগলূলুন ফানতাছির।

অর্থঃ হে আমার মালিক! আমিতো অসহায় (হয়ে পড়েছি), অতএব তুমিই (এদের কাছ থেকে) প্রতিশোধ নাও।

(সূরা কামারঃ১০)

উচ্চারণঃ ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি র-জি'উন।

অর্থঃ নিশ্চয়ই আমরা আল্লাহ তা'আলার জন্য এবং আমাদের তো (একদিন) তার কাছেই ফিরে যেতে হবে।

 (সূরা বাকারাঃ১৫৬)

আরো পড়ুনঃ পরকালের আজাব থেকে মুক্তি সম্পর্কিত দোয়া সমূহ অর্থসহ

  • বিপদে পতিত ব্যক্তির জন্য দোয়া

উচ্চারণঃ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র-জি'উন, আল্লা-হুম্মা আজুরনী ফি মুসীবাতি ওয়া আখলিফ লি  খয়রান মিনহা।

অর্থঃ আমরা আল্লাহর জন্য এবং আমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। হে আল্লাহ! আমাকে আমার বিপদের বিনিময়ে সওয়াব দাও এবং তা অপেক্ষা উত্তম স্থলাভিষিক্ত কিছু প্রদান করো।

 (সহীহ মুসলিমঃ ১৫৬)

  • কোন লোক বিপদের সম্মুখীন হলে তার জন্য দোয়া

উচ্চারণঃ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল।

অর্থঃ আল্লাহ তাআলাই  আমার জন্য যথেষ্ট এবং তিনিই হলেন উত্তম অভিভাবক ।

(সূরা আল ইমরান ১৭৩)

আরো পড়ুন ঃ রোজা সেহরি ইফতার তারাবির নিয়ত দোয়া ও মোনাজাত

  • কোন বিপদ গ্রস্তকে দেখলে যে দোয়া পড়তে হবে 

 রাসূল ( সাঃ) বলেছেন যে ব্যক্তি কোন বিপদ গ্রস্তকে দেখে এ দোয়া পাঠ করবে সে নিশ্চয়ই ঐ বিপদ থেকে নিরাপদ থাকবে ।

(তিরমিজি)

উচ্চারণঃ আলহামদু লিল্লাহিল্লাযী আ-ফা-নী মিম্মাবতালাকাল্লাহু বিহী ওয়া ফাদ্বদ্বালানী আলা কাছীরীম মিম্মান খালাকা তাফদ্বীলান।

অর্থঃ সকল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, যিনি আমাকে সে বিপদ থেকে রক্ষা করেছেন, যাতে তুমি পতিত হয়েছো। আর তার অনেক সৃষ্টির উপর আমাকে মর্যাদা দান করেছেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url