এফিডেভিট দেখিবার পদ্ধতি সমূহ 
ভূমিকা
১৯৬১ সনের দি নোটারিস অর্ডিনেন্স দ্বারা আমাদের দেশে নোটারী পাবলিকদের প্রচলন করা হয়। ইহার আগেও নোটারী পাবলিক ছিল, তবে তাহারা অন্য আইন দ্বারা নিযুক্ত হইত। নোটারী পাবলিক কি? নোটারী পাবলিক একজন এডভোকেট। সরকার তাহাকে কতিপয় কাজ করিবার জন্য নিযুক্ত করেন। নোটারি পাবলিকের প্রধান কাজ এফিডেভিট করিয়া দেওয়া। যে কোন ব্যক্তি নোটারী পাবলিককে সম্বোধন করিয়া কোন বক্তব্য ৫০ টাকা মূল্যের স্ট্যাম্প কাগজে লিখিয়া কোন এডভোকেট দ্বারা উহাতে নিজেকে সনাক্ত করাইয়া নোটারী পাবলিকের সামনে উপস্থাপন করিলে নোটারী পাবলিক সাহেব উহাতে থাকা ঐ ব্যক্তির দস্তখতকে সত্যায়ন করেন। উহার বিনিময়ে নোটারী পাবলিক সাহেব ঐ বক্তির নিকট হইতে কিছু টাকা নিতে পারেন। ঐ স্ট্যাম্প কাগজটিতে নোটারী পাবলিক সাহেব কোন নোটারিয়াল সার্টিফিকেট সংযুক্ত করিলে বর্তমান সময়ে (২০০৬ সনে) ১০০ টাকার নোটারিয়াল স্ট্যাম্প লাগাইতে হয়। ইহা রাষ্ট্রের কর। নোটারী পাবলিক ঐ কাগজটির বক্তব্যের জন্য দায়ী নহেন, কিন্তু ঐ ব্যক্তির দস্তখতটির জন্য দায়ী। আইন ধরিয়া লয় যে ঐ ব্যক্তি নোটারী পাবলিকের সম্মুখে উপস্থিত হইয়া ঐ স্ট্যাম্প কাগজে নিজের নাম দস্তখত করিয়াছেন। ঐ দস্তখতের সত্যতা সম্পর্কে কোন প্রশ্ন উঠিলে নোটারী পাবলিক সাক্ষ্য প্রদান করিলে ঐ দস্তখত ঐ ব্যক্তির বলিয়া প্রমাণিত হয়। উপরে বর্ণিত কার্যক্রমকে এফিডেভিট করা বা হলফনামা করা বলে। নোটারী পাবলিক যে কোন ব্যক্তির নিকট হইতে শপথ গ্রহণ করিতে পারেন মানে শপথ বাক্য শুনিতে পারেন। ইহা ছাড়া নোটারী পাবলিক যে কোন ব্যক্তির স্বাক্ষরকে সত্যায়ন করিতে পারেন। আমাদের দেশে
নোটারী পাবলিক এফিডেভিট করা এবং সত্যায়ন করা প্রধানত এই দুই কাজই করিয়া থাকেন। অবশ্য নোটারী পাবলিক কোন সরকারি কর্মচারী বা কর্মকর্তা নহেন।

হলফনামা-১

নামের ভুল বানান শুদ্ধ করিবার হলফনামা বরাবরে নোটারী পাবলিক, ঢাকা, বাংলাদেশ

হলফনামা

আমি, কামাল হোসেন, পিতামৃত জামাল হোসেন, বয়স ২০ বৎসর, গ্রাম শিমুলতলী, থানা সাভার, জেলা ঢাকা, ধর্ম ইসলাম, পেশা লেখাপড়া, জাতীয়তা বাংলাদেশী এতদ্বারা শপথ গ্রহণ পূর্বক ঘোষণা ও বর্ণনা করিতেছি যেঃ

১। আমার নাম কামাল হোসেন এবং উহাকে বাংলায় "কামাল হোসেন" এবং ইংরেজিতে "KAMAL HOSSAIN" লেখা হয়।

২। ভুলবশতঃ আমার এস এস সি সার্টিফিকেট রুল- সাভ, নং-৫৫৫৫৫, ঢাকা বোর্ড, সন-২০০৩ ইং-তে উহাকে "KOMOL HUSEN" লেখা হইয়াছে।

৩। উপরোক্ত সার্টিফিকেটে আমার নাম শুদ্ধ বানাতে ইংরেজিতে "KAMAL HOSSAIN" লিখিত হইতে হইবে।

৪। উপরে লিখিত বিবরণ আমার জ্ঞান মতে সত্য জানিয়া উহাকে শুদ্ধ স্বীকারে অদ্য ২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী পাবলিক সাহেবের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামা সহি সম্পাদন করিলাম।

হলফকারী

দিল। কয়টি? ইহলফকারী আমার নিকট পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি করিয়াছেন। আমি তাহাকে অদ্য ধনাচিত হামাস পর ২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী পাবলিক সাহেবের সম্মুখে সনাক্ত করিলাম।

আইনজীবি
হলফনামা-২

নামের ভুল বানান শুদ্ধ করিবার হলফনামার আরেকটি নমুনা বরাবরে নোটারী পাবলিক, ঢাকা, বাংলাদেশ

হলফনামা

আমি, কামাল হোসেন, পিতা মৃত জামাল হোসেন, বয়স ২০ বৎসর, গ্রাম শিমুলতলী, থানা সাভার, জেলা ঢাকা, ধর্ম ইসলাম, পেশা লেখাপড়া, জাতীয়তা বাংলাদেশী এতদ্বারা শপথ গ্রহণপূর্বক ঘোষণা ও বর্ণনা করিতেছি যেঃ-

১। আমার নাম কামাল হোসেন এবং উহাকে বাংলায় "কামাল হোসেন" লেখা হয়।

২। সম্পূর্ণরূপে ভুলবশতঃ আমার এইচ এস সি সার্টিফিকেট রোল- ঢাকা, নং- ৫৫৫৫৫৫, সন-২০০৪, ঢাকা-বোর্ড- তে উহাকে "কমল হুসেন" লেখা হইয়াছে।

৩। উক্ত সার্টিফিকেটে আমার নামকে শুদ্ধ বানানে "কামাল হোসেন" লিখিতে হইবে/লিখিত হইতে হইবে।

81 উপরে লিখিত বিবরণ আমার জ্ঞান মতে সত্য জানিয়া উহাকে শুদ্ধ স্বীকারে অদ্য ২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী পাবলিক সাহেবের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামা সহি সম্পাদন করিলাম।

হলফকারী

সীতা। অরাজাপ উদয়াচচা হলফকারী আমার নিকট পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি করিয়াছেন। আমি তাহাকে অদ্য ১২২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী (লোরতীক ব্যালন করল্লার পাবলিক সাহেবের সম্মুখে সনাক্ত করিলাম।

আইনজীবিহলফনামা-৩

নাম পরিবর্তন করিবার হলফনামা

বরাবরে নোটারী পাবলিক, ঢাকা, বাংলাদেশ

হলফনামা

আমি, আবদুর রহমান, পিতা মৃত আবদুর রহিম, বয়স ৪৫ বৎসর, ১০, লালবাগ রোড, থানা রমনা, জেলা ঢাকা, বাংলাদেশ, ধর্ম ইসলাম, পেশা ব্যবসা, জাতীয়তা বাংলাদেশী এতদ্বারা শপথ গ্রহণপূর্বক ঘোষণা ও বর্ণনা করিতেছি যেঃ-

১। আমার নাম ছিল "সোনা মিয়া"।

২। অদ্য আমি আমার নাম "সোনা মিয়া"-এর পরিবর্তে "আবদুর রহমান" রাখিলাম।

৩। অদ্য হইতে আমি সকলের নিকট আবদুর রহমান হিসাবে পরিচিত হইব এবং সকলে আমাকে আবদুর রহমান নামে ডাকিবে।

81 এখন হইতে সকল রেকর্ড পত্রে আমার নাম "সোনা মিয়া"-এর পরিবর্তে "আবদুর রহমান" লিখিত হইতে হইবে।

৫। উপরে লিখিত বিবরণ আমার জ্ঞান মতে সত্য জানিয়া উহাকে শুদ্ধ স্বীকারে অদ্য ২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী পাবালিক সাহেবের সম্মুখে হাজির হইয়া অত্র হলফনামা সহি সম্পাদন করিলাম।

হলফকারী

सांगणारीহলফকারী আমার নিকট পরিচিত। তিনি আমার সম্মুখে অত্র হলফনামায় তাহার নিজ নাম সহি করিয়াছেন। আমি তাহাকে অদ্য ২৫/০৩/২০০৬ ইং তারিখ ঢাকার নোটারী পাবলিক সাহেবের সম্মুখে সনাক্ত করিলাম।

আইনজীবি

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url